ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ২টি পিস্তল ও গুলিসহ যুবক ‍আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪০, ডিসেম্বর ৩, ২০১৬
বেনাপোলে ২টি পিস্তল ও গুলিসহ যুবক ‍আটক

বেনাপোল সীমান্ত থেকে দু’টি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ মুকুল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে দু’টি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ মুকুল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

শুক্রবার (০২ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুর গরু খাটালের পাশ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

মুকুল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে।

বিজিবি জানান, ভারত থেকে এক যুবক অস্ত্র ও গুলি নিয়ে বাংলাদেশে অবস্থান করছেন, এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর গরু খাটাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আজমত খান বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজেডএইচ/এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।