ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ১২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৫, ডিসেম্বর ১, ২০১৬
দিনাজপুরে ১২ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা, ১১২ পিস ইয়াবা, সাত বোতল ফেনসিডিল ও ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা, ১১২ পিস ইয়াবা, সাত বোতল ফেনসিডিল ও ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বুধবার (৩০ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ সদস্য ফেরদৌস আহমেদ বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ম‍াদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আটটি মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।