ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে পিআইও-ছাত্রলীগ নেতার পাল্টাপাল্টি মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০১, ডিসেম্বর ১, ২০১৬
সুন্দরগঞ্জে পিআইও-ছাত্রলীগ নেতার পাল্টাপাল্টি মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরষ্পরের বিরুদ্ধে মামলা করেছেন।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরষ্পরের বিরুদ্ধে মামলা করেছেন।

বুধবার (৩০ নভেম্বর) রাত ৯টায় চাঁদা দাবি ও মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছামিউল ইসলাম সামুসহ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন পিআইও নুরুন্নবী সরকার।

পরে রাত ১১টায় ব্রিজ নির্মাণকাজ দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা ঘুষ গ্রহণ ও মারধরের অভিযোগে পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন ছামিউল ইসলাম সামু। ‍

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘুষ গ্রহণ, মারধর ও চাঁদাবাজির অভিযোগে সুন্দরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।