ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

নেত্রকোনায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, নভেম্বর ৩০, ২০১৬
নেত্রকোনায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

নেত্রকোনা সদর উপজেলায় ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলায় ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ট্রাক ও গুড়িয়ে যাওয়া মোটরসাইকেলটি সরিয়ে নেয় পুলিশ।

নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাংলানিউজকে বলেন, ট্রাকটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে আসার পথে বিপরীতমুখী মোটরসাইকেলেক চাপা দেয়।

এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক। পরে তার মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।