ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

ভৈরবে তিন কারখানাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, নভেম্বর ৩০, ২০১৬
ভৈরবে তিন কারখানাকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশে মসলা ও চানাচুর তৈরি করার দায়ে তিন কারখানাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশে মসলা ও চানাচুর তৈরি করার দায়ে তিন কারখানাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ এ আদেশ দেন।

তিনি বাংলানিউজকে জানান, ভৈরব বাজারে কাঠের গুড়া, ইটের গুড়া ও রং ব্যবহার করে মসলা উৎপাদন করার দায়ে জাবেদ মিয়ার মসলা কারখানাকে দুই লাখ টাকা, একই অপরাধে শাহজালাল মিয়ার মসলা কারখানাকে এক লাখ টাকা ও অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশে ভেজাল তেল ব্যবহার করে চানাচুর তৈরি করায় গণি মিয়ার চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও তিনটি কারখানা থেকে প্রায় ১০০ বস্তা ভেজাল মসলা জব্দ করে তা ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।