ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

ধুনটে ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, নভেম্বর ৩০, ২০১৬
ধুনটে ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠন

বাংলাদেশ ছাত্রলীগ ধুনট উপজেলা শাখার অধীনে ধুনট সদর, কালেরপাড়া ও গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ধুনট (বগুড়া): বাংলাদেশ ছাত্রলীগ ধুনট উপজেলা শাখার অধীনে ধুনট সদর, কালেরপাড়া ও গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন ও  সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সূত্র মতে, ধুনট সদর ইউনিয়নে তারিক হাসান সভাপতি ও আব্দুল লতিফ সাধারণ সম্পাদক, কালেরপাড়া ইউনিয়নে রাজু মাহমুদ সভাপতি ও জুয়েল রানা সাধারণ সম্পাদক এবং গোসাইবাড়ী ইউনিয়নে সীমান্ত হাসান মিন্টু সভাপতি, খালেদ মাহমুদ সুজনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আগামী সাত দিনের মধ্যে পৃথকভাবে ইউনিয়ন ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।