ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪০, নভেম্বর ২৯, ২০১৬
না.গঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে মোমেন মিয়া (৪২) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে মোমেন মিয়া (৪২) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেন মিয়া উপজেলা ব্রাহ্মণদী ইউনিয়নের সিদ্দিক মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে মুখোশ পরে উপজেলার কল্যান্দী গ্রামের প্রবাসী ফালান মিয়ার বাড়িতে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত হানা দেয়।

‘ডাকাত দল প্রথমে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় তারা। ’

তিনি বলেন, এ সময় বাড়ির লোকজনদের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে আসেন। এরপর কল্যান্দীর একটি খোলা মাঠে ডাকাতদের ঘিরে ফেলেন তারা। তখন লুট হওয়া মালামলসহ অন্যরা পালিয়ে গেলেও গণপিটুনিতে মোমেন মিয়া ‍নামে একজনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
জিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।