ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালের সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, নভেম্বর ২৩, ২০১৬
বরিশালের সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা

বরিশালের সিভিল সার্জন ডা. এএসএম শফিউদ্দিনের বিরুদ্ধে মানহা‌নির অভিযোগে মামলা করেছেন এক চি‌কিৎসক।

বরিশাল: বরিশালের সিভিল সার্জন ডা. এএসএম শফিউদ্দিনের বিরুদ্ধে মানহা‌নির অভিযোগে মামলা করেছেন এক চি‌কিৎসক।

 

বুধবার (২৩ নভেম্বর) ব‌রিশাল জেনারেল (সদর) হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আকম মিজানুর রহমান বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা‌টি দায়ের ক‌রেন।

পরে বিচার মো. আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে বিবাদীর ‌বিরু‌দ্ধে সমন জারি করেন। আগামী ২৯ ডিসেম্বর আদালতে হাজির হয়ে সিভিল সার্জনকে সমনের ব্যাখ্যা দিতে  বলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি সিভিল সার্জন বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। গত ১০ সেপ্টেম্বর ওই হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আকম মিজানুর রহমান বেতন-ভাতা বন্ধ করে দেওয়ার জন্য বিভাগীয় হিসাব নিয়ন্ত্রণ অফিসে চিঠি পাঠান। ১০ অক্টোবর মিজানুর রহমানের কক্ষের সামনে একটি নোটিশ লাগানো হয়।

নোটিশে বলা হয়, জরুরি বিভাগের মেডিকেল অফিসার আকম মিজানুর রহমানের কর্মস্থল সদর হাসপাতালে নয়। তাই তার দ্বারা রোগীদের চিকিৎসা বিধিসম্মত নয়।

এমন নোটিশে ক্ষুব্ধ হয়ে পাঁচ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে বুধবার মামলা করেন মিজানুর রহমান।

বাংলা‌দেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ন‌ভেম্বর ২৩, ২০১৬
এমএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।