ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

বৃহস্পতিবার রাজস্থলীতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, নভেম্বর ২৩, ২০১৬
বৃহস্পতিবার রাজস্থলীতে সড়ক অবরোধ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ ডেকেছে স্থানীয় জনতা।

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ ডেকেছে স্থানীয় জনতা।

 

বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ কমিটির নেতারা।

এ সময় বক্তব্য রাখেন- তিন নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ আন্দোলন কমিটির আহ্বায়ক, বাঙ্গালহালিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঞোমং মারমা, আন্দোলন কমিটির সদস্য সচিব বিশ্বনাথ চৌধুরী, হেডম্যান প্রতিনিধি মংসিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।