ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

ডুমুরিয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, নভেম্বর ২৩, ২০১৬
ডুমুরিয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার ডুমুরিয়ায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে ৩ নম্বর রুদাগরা হাইস্কুল মাঠে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন...

খুলনা: খুলনার ডুমুরিয়ায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে ৩ নম্বর রুদাগরা হাইস্কুল মাঠে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভবদহ কলেজের অধ্যক্ষ মতলেব সরদার।

বিশেষ অতিথি ছিলেন, খর্ণিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদার হোসেন। রুদাগরা যুব সমাজ টুর্নামেন্টের আয়োজন করে।

উদ্বোধনী ম্যাচে রংপুর কালিবাটি ইউনাইটেড ক্লাব ৪-৩ গোলে খর্ণিয়া মৎস্য ব্যবসায়ী একাদশকে পরাজিত করে।

বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী খেলাটি উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমআরএম/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।