ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

পাকুন্দিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, নভেম্বর ২৩, ২০১৬
পাকুন্দিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গাছ বিক্রির টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে লিটন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার অপর তিন ভাই।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গাছ বিক্রির টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে লিটন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার অপর তিন ভাই।

বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সুখিয়া ইউনিয়নের হরিষখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন একই গ্রামের মতিউর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ২১ নভেম্বর বকুল, খোকন, নজরুল তিন ভাই মিলে বাড়ির একটি গাছ দুই হাজার টাকায় বিক্রি করেন।   বুধবার সকালে ওই টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে বকুল, খোকন ও নজরুল মিলে তাদের বড় ভাই লিটন মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা লিটনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে জানান, চিকিৎসাধীন অবস্থায় বিকেলে লিটন মিয়ার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।