ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

নাসিরনগরে বসানো হচ্ছে ৫০ সিসি ক্যামেরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, নভেম্বর ২১, ২০১৬
নাসিরনগরে বসানো হচ্ছে ৫০ সিসি ক্যামেরা 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৫০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসাচ্ছে পুলিশ। 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৫০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসাচ্ছে পুলিশ।  

সোমবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুপুর থেকে নাসিরনগর উপজেলা সদরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। সোমবার মোট সাতটি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কয়েকদিনের মধ্যে পর্যায়ক্রমে সবগুলো ক্যামেরা স্থাপন করা হবে।  

প্রয়োজনে আরো ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ৩০ অক্টোবর উপজেলা সদরের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পাহারা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি আরো ফলপ্রসূ করতে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।