ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় জাটকা বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, নভেম্বর ১৮, ২০১৬
বরগুনায় জাটকা বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বরগুনায় জাটকা মাছ বিক্রির দায়ে মালেক নামে এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনা: বরগুনায় জাটকা মাছ বিক্রির দায়ে মালেক নামে এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন এ জরিমানা করেন।

জানা যায়, বরগুনার মাছ বাজারে তিন কেজি জাটকা ইলিশ বিক্রি হচ্ছে, এমন খবর জেলা মৎস্য বিভাগ বরগুনা জেলা প্রশাসককে জানায়। এরপর জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন সেখানে অভিযান চালান। পরে মাছ ব্যবসায়ী মালেকের কাছে তিন কেজি ইলিশ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী দুই হাজার টাকা জরিমানা করেন।

প্রমথ রঞ্জন ঘটক বাংলানিউজকে জানান, ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।