ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

এসিড নিক্ষেপকারী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, নভেম্বর ১৮, ২০১৬
এসিড নিক্ষেপকারী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

এসিড নিক্ষেপ করা সেই পাষণ্ড স্বামী মো.  পারভেজের (৩৭) বিরুদ্ধে মামলা করেছেন দগ্ধ স্ত্রী সুমি (২৭) আক্তার। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার...

ঢাকা: এসিড নিক্ষেপ করা সেই পাষণ্ড স্বামী মো.  পারভেজের (৩৭) বিরুদ্ধে মামলা করেছেন দগ্ধ স্ত্রী সুমি (২৭) আক্তার।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পারিবারিক কলহের এক পর্যায়ে পারভেজ তার মোটরসাইকেলের ব্যাটারির এসিড স্ত্রী সুমির গায়ে  নিক্ষেপ করেন। এ ঘটনায় সুমি বাদী হয়ে একটি মামলা করেছেন।
 
‘তবে মামলার আগেই পারভেজকে আটক করা হয়েছে। ’

এর আগে ভোরে রাজধানীর আগারগাঁওয়ের তালতলা কলোনিতে স্ত্রীকে এসিডে ঝলসে দেন স্বামী পারভেজ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬  
এসটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।