ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীর ডেমরায় মাইক্রোবাসের ধাক্কায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, নভেম্বর ১৮, ২০১৬
রাজধানীর ডেমরায় মাইক্রোবাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর ডেমরা কোনাবাড়ি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় শেফালী আকতার (ডলি) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

ঢাকা: রাজধানীর ডেমরা কোনাবাড়ি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় শেফালী আকতার (ডলি) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত নারীর দশ বছরের ছেলে শাহরিয়ার নাফিজ জানায়, তার বাবার নাম আসাদুজ্জামান, গ্রামের বাড়ি পিরোজপুরের সরূপকাঠীতে। সন্ধ্যায় ডেমরা কোনাবাড়ী ফার্মের মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তার মা’কে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢামেকে নিয়ে যাওয়া হয়।  

ঢামেক ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।