ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ধুনটে ১০ টাকা কেজির ২১ বস্তা চাল জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, নভেম্বর ১৮, ২০১৬
ধুনটে ১০ টাকা কেজির ২১ বস্তা চাল জব্দ

বগুড়ার ধুনট উপজেলা থেকে ১০ টাকা কেজি দরের ২১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা থেকে ১০ টাকা কেজি দরের ২১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

 

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, ভুতবাড়ি গ্রামের ব্যবসায়ী সোলায়মান আলী ভান্ডারবাড়ি বাজার এলাকা থেকে কার্ডধারীদের কাছ থেকে ২১ বস্তা (১ হাজার ২৬০ কেজি) চাল ক্রয় করেন। পরে ‍চালের বস্তাগুলো তিনি তার নিজ বাড়িতে মজুদ রাখেন।

শুক্রবার সন্ধ্যার দিকে এই চালের বস্তাগুলো পাচারের প্রস্তুতি নেন সোলায়মান আলী ও মোকলেসুর রহমান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে বস্তাগুলো জব্দ করেন। তবে ব্যবসায়ী সোলায়মান আলী ও মোকলেসুর রহমান পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহিম বাংলানিউজকে জানান, ১০ টাকা কেজি দরের চাল ক্রয়-বিক্রয়ের কোন নিয়ম নেই। এ বিষয়টি তদন্ত করে চাল ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এজি/আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।