ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক কনস্টেবল প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, নভেম্বর ১৮, ২০১৬
চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক কনস্টেবল প্রত্যাহার

চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর ট্রাফিক (উত্তর) পুলিশের কনস্টেবল লতিফুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ঢাকা: চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর ট্রাফিক (উত্তর) পুলিশের কনস্টেবল লতিফুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ থানায় চাঁদাবাজির অভিযোগে ওই ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে ডিম বিক্রেতা আব্দুল বাছির একটি মামলা দায়ের করেন।

এরই পরিপ্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। জনমানুষের সেবা করে। এখানে বিশৃঙ্খলা ও অপকর্মের কোনো ছাড় নেই।

কারো ব্যক্তিগত অপকর্মের দায় নিবো না উল্লেখ করে তিনি বলেন, লতিফুজ্জামানের অপরাধ প্রমাণিত হলে ছাড় দেওয়া হবে না।  

তিনি বলেন, এ ঘটনায় অভিযোগকারী থানায় মামলা করেছে, মামলার তদন্ত চলবে।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসজেএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।