ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, নভেম্বর ১৭, ২০১৬
 সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিলেটে স্ত্রী হত্যার দায়ে আজির উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

সিলেট: সিলেটে স্ত্রী হত্যার দায়ে আজির উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।



বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জুলফিকার হায়াত এ রায়ের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আজির উদ্দিন সিলেটের কানাইঘাটের মমতাজগঞ্জ গ্রামের সোনা উল্লাহর ছেলে।

মামলার সূত্র থেকে জানা যায়, গোলাপগঞ্জের লালনগর গ্রামের রেশমাকে বিয়ে করেন আজির উদ্দিন। ২০১০ সালের ৩০ মার্চ যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা রেশমাকে গলাটিপে হত্যা করেন স্বামী আজির উদ্দিন।

এ ঘটনার পরদিন নিহতের ভাই শাহীন আহমদ বাদী গোলাপগঞ্জ থানায় আজিরকে আসামি করে মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি আদালতের এপিপি হুমায়ূন কবির বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এনইউ/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।