ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরবন রক্ষায় রংপুরে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, নভেম্বর ১৭, ২০১৬
সুন্দরবন রক্ষায় রংপুরে সমাবেশ

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে রংপুরে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ‘বিদ্যুতের অনেক বিকল্প আছে, সুন্দরবনের কোনো বিকল্প নেই’ স্লোগানে...

রংপুর: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে রংপুরে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ‘বিদ্যুতের অনেক বিকল্প আছে, সুন্দরবনের কোনো বিকল্প নেই’ স্লোগানে রংপুর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করে জোটের জেলা শাখার নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন, জোটের কেন্দ্রীয় কমিটির সম্বয়ক ইকবাল কবির, কেন্দ্রীয় নেতা শরীফুল চৌধ‍ুরী, শ্যামল বর্মন ও ছাদেক রেজা।

বক্তরা, বিশ্বের ম্যানগ্রোভ সুন্দরবন ধ্বংস থেকে রক্ষায় বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।