ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরবন রক্ষায় বগুড়ার শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, নভেম্বর ১৭, ২০১৬
সুন্দরবন রক্ষায় বগুড়ার শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুন্দরবন রক্ষায় রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে ‘আমরা বগুড়া শিক্ষার্থী’দের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।

বগুড়া: সুন্দরবন রক্ষায় রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে ‘আমরা বগুড়া শিক্ষার্থী’দের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার খোকন পার্ক থেকে বর্ণাঢ্য এ সাইকেল শোভাযাত্রা বের করা হয়।


 
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী হাবিবা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা মাহফুজুল হক দুলু, ছাত্রফ্রন্টের জেলার সভাপতি শীতল সাহা, শিশু-কিশোর মেলা জেলা সংগঠক আনন্দ কুমার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।