ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় গৃহবধূকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, নভেম্বর ১৭, ২০১৬
আশুলিয়ায় গৃহবধূকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় গৃহবধূকে উত্ত্যক্তের দায়ে লোকমান হোসেন (২৫) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আশুলিয়া (সাভার): আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় গৃহবধূকে উত্ত্যক্তের দায়ে লোকমান হোসেন (২৫) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র সরকার এ দণ্ডাদেশ দেন।

লোকমান আশুলিয়ার চারিগ্রাম এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি সাবেক যুবদল নেতা ও স্থানীয় ঝুট ব্যবসায়ী।

ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, দুপুরে গৃহবধূর স্বামী বাসায় ছিলেন না। এ সময় লোকমান ওই গৃহবধূকে একা পেয়ে কু-প্রস্তাব দেয়। এতে গৃহবধূ ক্ষিপ্ত হয়ে বিষয়টি ফোনে তার স্বামীকে জানায়। গৃহবধূর স্বামী থানায় অভিযোগ করলে পুলিশ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকা থেকে লোকমানকে আটক করে।
 
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গৃহবধূকে উত্ত্যক্তের দায়ে লোকমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।