ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

হুইল এক্সক্যাভেটর চা‌লক ওবায়দুল কাদের! (ভিডিও)

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, নভেম্বর ১৭, ২০১৬
হুইল এক্সক্যাভেটর চা‌লক ওবায়দুল কাদের! (ভিডিও) ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হুইল এক্সক্যাভেটর চা‌লিয়ে ট্রাকে বালু তুলে দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

‌কেরানীগঞ্জ থেকে: হুইল এক্সক্যাভেটর চা‌লিয়ে ট্রাকে বালু তুলে দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা-মাওয়া সড়কের কেরণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে সেতুমন্ত্রীর নিজ হাতে ট্রাক থেকে বালু ফেল‍ার মধ্য দিয়েই শুরু হয় দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ।

এ সময় হুইল ট্রাকে এক্সক্যাভেটর অপারেটর হয়ে ট্রাকে বালু তুলতে দেখা যায় ওবায়দুল কাদেরকে।  

সেতুমন্ত্রী বাংলানিউজকে বলেন, এটা হবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। পদ্মাসেতুর এপার-ওপার যোগ করে ৫৫ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিকমানের সড়ক (এক্সপ্রেসওয়ে) নির্মাণ কাজ শুরু হলো আজ।

মন্ত্রী বলেন, চারলেনের এ এক্সপ্রেসওয়ে সড়পথের মাঝামাঝি থাকবে ‘মিডিয়ান’। যেখানে ভবিষ্যতে মেট্রোরেল নির্মাণ করা হ‌বে।

৫৫ কিলোমিটারের মধ্যে থাকবে ৪টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারপাস, ২১টি আন্ডারপাস এবং ৩টি ইন্টারচেঞ্জ।
 
২০১৮ সালের মধ্যে পদ্মা‌সেতুর সঙ্গে এক্সপ্রেসওয়ে খু‌লে দেওয়া হ‌বে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসএ/এমজেএফ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।