ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বিরলে মোটরসাইকেলের চাকায় শাড়ি জড়িয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, নভেম্বর ১৭, ২০১৬
বিরলে মোটরসাইকেলের চাকায় শাড়ি জড়িয়ে নারীর মৃত্যু

দিনাজপুরের বিরল উপজেলার খোসালডাঙ্গী এলাকায় মোটরসাইকেলের চাকায় শাড়ি জড়িয়ে মেহেরনিগার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার খোসালডাঙ্গী এলাকায় মোটরসাইকেলের চাকায় শাড়ি জড়িয়ে মেহেরনিগার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরনিগার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মো. মনসুর আলীর স্ত্রী।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, স্বামী মনসুর আলীর সঙ্গে মোটরসাইকেলে করে ওষুধ আনতে যাচ্ছিলেন মেহেরনিগার। পথে তার শাড়ি মোটরসাইকেলের চাকায় জড়িয়ে গেলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।