ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্য ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, নভেম্বর ১৭, ২০১৬
ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্য ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিভিন্ন সময় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে জব্দ করা বিপুল মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

ঠাকুরগাঁও: বিভিন্ন সময় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে জব্দ করা বিপুল মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

 

বৃহস্পতিবার (১৭ নভম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে সাড়ে সাত হাজার বোতল ফেনসিডিল, এক হাজার ৫৮ বোতল মদ ও ৮১০টি নেশা জাতীয় ইনজেকশন ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩০ এর ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী, ৩০ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল তুষার বিন ইউনুস, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক সফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান প্রমুখ।

ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী বলেন, মাদকদ্রব্য নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।