ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

পৌরসভার কর্মচারী লাঞ্চিত, সৈয়দপুরে ঝাড়‍ু মিছিল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, নভেম্বর ১৭, ২০১৬
পৌরসভার কর্মচারী লাঞ্চিত, সৈয়দপুরে ঝাড়‍ু মিছিল

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার এক কর্মচারী লাঞ্চিত হওয়ার প্রতিবাদে ঝাড়‍ু মিছিল করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর পৌরসভার এক কর্মচারী লাঞ্চিত হওয়ার প্রতিবাদে ঝাড়‍ু মিছিল করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন।

 

পৌরসভার সামনে থেকে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে মিছিলটি শুরু হয়ে পুরো শহর ঘুরে ফের একই ‍জায়গায় এসে শেষ হয়।

যানজট নিরসনে পৌর কর্মচারী মো. আব্দুস সহিদ শহরে অবৈধ ট্রাক্টর, ট্রলি চলাচলে বাধা দেওয়ায় তাকে লাঞ্চিত করে সংশ্লিষ্টরা। এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে মিছিল করে অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আবু তাহের ও সম্পাদক সুজন শাহ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।