ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সিরাজদিখানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, নভেম্বর ১৭, ২০১৬
সিরাজদিখানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর দক্ষিণ হাটি এলাকায় এমদাদুল হক (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর দক্ষিণ হাটি এলাকায় এমদাদুল হক (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি উপজেলার রাজানগর দক্ষিণ হাটি এলাকার আজিজুলের ছেলে।

স্থানীয়রা জানান, এমদাদুল কিছুটা ঋণগ্রস্ত ছিলেন। সপ্তাহখানেক ‍আগে তার স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যান। সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে পুলিশে খবর দেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশে সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।