ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় বিল থেকে কিশোরের মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৫, নভেম্বর ১৭, ২০১৬
সাতক্ষীরায় বিল থেকে কিশোরের মরদেহ উদ্ধার 

সাতক্ষীরায় বিল থেকে তরিকুল ইসলাম (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিল থেকে তরিকুল ইসলাম (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার পাচরখি গ্রামের কয়ার বিল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

 

তরিকুল ইসলাম একই উপজেলার রেইউ গ্রামের আমজাদ হোসেনের ছেলে।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে কয়ার বিল থেকে তরিকুলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।