ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

৯ম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে আরইউজের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, নভেম্বর ১৬, ২০১৬
৯ম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে আরইউজের মানববন্ধন

গণমাধ্যমকর্মীদের অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রাজশাহী: গণমাধ্যমকর্মীদের অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় মহানগরীর আলুপট্টি মোড়ে এ কর্মসূচি পালন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

 

কর্মসূচি থেকে ৯ম ওয়েজবোর্ড ঘোষণার পাশাপাশি অষ্টম ওয়েজবোর্ড সম্পূর্ণ বাস্তবায়ন, আঞ্চলিক সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের অবিলম্বে নিয়োগপত্র প্রদানেরও দাবি জানানো হয়।  

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আহ্বানে রাজশাহীতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ।  

সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, বিএফইউজে সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান, আরইউজে কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, তানজিমুল হক, রাজশাহী মেট্টোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ও সামছুন্নাহার মিনা প্রমুখ।  

মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতারা ছাড়াও রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।