ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

রংপুরে ককটেল বিস্ফোরণে শ্রমিক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৯, নভেম্বর ১৬, ২০১৬
রংপুরে ককটেল বিস্ফোরণে শ্রমিক আহত

রংপুরে পরিত্যক্ত বাড়িতে কাজ করতে গিয়ে পড়ে থাকা ককটেল বিস্ফোরিত হয়ে আমিনুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সিও বাজার এলাকা অবস্থিত সেকেন্দার আলীর পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

রংপুর: রংপুরে পরিত্যক্ত বাড়িতে কাজ করতে গিয়ে পড়ে থাকা ককটেল বিস্ফোরিত হয়ে আমিনুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সিও বাজার এলাকা অবস্থিত সেকেন্দার আলীর পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণে ডান হাতের কব্জি ও পেটে গুরুতর আঘাত পান আমিনুল। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ককটেল উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, রংপুর সেনানিবাসের বোমা বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬/আপডেট: ১৭৫০ ঘণ্টা
ওএইচ/অারআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।