ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেনকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, নভেম্বর ১৬, ২০১৬
ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেনকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপিকে সংবর্ধনাকে দিয়েছেন ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগ।

ঠাকুরগাঁও: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপিকে সংবর্ধনাকে দিয়েছেন ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগ।

 

 
বুধবার (১৬ নভেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
অনুষ্ঠানে রমেশ চন্দ্র সেন এমপি বলেন, আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এছাড়াও স্বাস্থ্যসেবা মানুষের দারপ্রান্তে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। দেশের চিকিৎসকরা মানসম্মত সেবা দিয়ে যাচ্ছে।
 
এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন এহসানুল কবীর।

এ সময় বক্তব্য রাখেন- সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহমেদ, বিএমএ’র সভাপতি আবু মো. খায়রুল কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।