ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় ১৫ মণ জাটকাসহ ট্রলার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৩, নভেম্বর ১৬, ২০১৬
পাথরঘাটায় ১৫ মণ জাটকাসহ ট্রলার জব্দ

বরগুনার পাথরঘাটা থেকে ১৫ মণ জাটকাসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। 

বরগুনা: বরগুনার পাথরঘাটা থেকে ১৫ মণ জাটকাসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।  

বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

 

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান বাংলানিউজকে জানান, সকালে বিক্রির জন্য বিপুল জাটকা নিয়ে একটি ট্রলার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ঘাটে নোঙর করা হয়। খবর পেয়ে কোস্টগার্ড  সদস্যরা সেখানে অভিযান চালিয়ে প্রায় ১৫ মণ জাটকা বোঝাই ট্রলারটি আটক করে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা জেলেরা আগেই পালিয়ে যায়।  

জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে পাথরঘাটার বিভিন্ন এতিমখানায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।