ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

কুয়াকাটা সৈকতে মোমবাতি প্রজ্জলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৪, নভেম্বর ১৫, ২০১৬
কুয়াকাটা সৈকতে মোমবাতি প্রজ্জলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১৫ নভেম্বর ‘সিডর দিবসে’ কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রয়াতদের স্মরণে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটার ট্যুরিস্ট...

পটুয়াখালী: ১৫ নভেম্বর ‘সিডর দিবসে’ কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রয়াতদের স্মরণে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটার ট্যুরিস্ট সেন্টারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কুয়াকাটার পৌর মেয়র আ. বারেক মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা ট্যুরিস্ট সেন্টার ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষারসহ স্থানীয়রা অংশ নেন।

আয়োজকরা জানান, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে সিডরের ভয়াবহ তাণ্ডবে দখিনের জনপদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে নারী-পুরুষ, শিশুসহ বহু মানুষের প্রাণহানিও ঘটে। আর তাদের স্মরণেই এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।