ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ইটনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, নভেম্বর ১৫, ২০১৬
ইটনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী  সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী  সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর)  সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, হাওর এলাকার মানুষ শান্তিপ্রিয়। গ্রামগঞ্জের মানুষ হিসেবে একজন আরেকজনকে চেনেন। তাই আপনারা এলাকায় অপরিচিত মানুষকে দেখে সন্দেহ হলে পুলিশকে জানান।

এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।