ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

নারী কনস্টেবলের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, নভেম্বর ৯, ২০১৬
নারী কনস্টেবলের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি 

আশুলিয়ায় সাবিনা নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় সাবিনা নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।  

বিকেল সোয়া ৩টার দিকে আশুলিয়া থানা সংলগ্ন পুলিশ ব্যারাকের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।  

দুপুরে খাবার খেতে ব্যারাকে নিজ কক্ষে যান সাবিনা। দীর্ঘ সময় ফিরে না আসায় সহকর্মীরা সাবিনার কক্ষে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

সাবিনার কক্ষ থেকে কয়েকটি আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসআই 

**আশুলিয়ায় ব্যারাকে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।