ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, নভেম্বর ৮, ২০১৬
বগুড়ায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্ল্যানিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস -২০১৬ পালিত হয়েছে।

বগুড়া: ‘প্ল্যানিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস -২০১৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

  শোভাযাত্রাটি সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া সভায় বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুব রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।

বগুড়া পৌরসভার আয়োজনে এবং বগুড়া এডিপি ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দিবসটি পালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।