ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

সরানো হচ্ছে কেরানীগঞ্জে বিদ্যালয়ের সামনের ঝুঁকিপূর্ণ খুঁটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, নভেম্বর ৮, ২০১৬
সরানো হচ্ছে কেরানীগঞ্জে বিদ্যালয়ের সামনের ঝুঁকিপূর্ণ খুঁটি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অবশেষে অপসারণ করা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকায় ৬৬ নং নয়া শুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ঝুঁকিপূর্ণ খুঁটি।

কেরানীগঞ্জ, ঢাকা: অবশেষে অপসারণ করা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকায় ৬৬ নং নয়া শুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ঝুঁকিপূর্ণ খুঁটি।

"কেরানীগঞ্জে বিদ্যালয়ের সামনে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি (ভিডিও সহ)" শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশের পর টনক নড়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের।

বিদ্যালয়ের মূল ফটক থেকে মাত্র কয়েক গজ দূরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটির অবস্থান।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল থেকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস-৪) শুভাঢ্যা জোনাল অফিসের কর্মকর্তারা খুঁটিটি অপসারণের কাজ শুরু করে।

খুঁটি অপসারণের কাজে নিয়োজিত ঠিকাদার বাংলানিউজকে বলেন, সকাল থেকে খুঁটিটি অপসারণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হতে প্রায় সন্ধ্যা হবে। প্রথমে নতুন খুঁটি স্থাপন করে তাতে বৈদ্যুতিক তার টানানো হবে। শেষে পুরাতন খুঁটি তুলে ফেলা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬

আরএ

** কেরানীগঞ্জে বিদ্যালয়ের সামনে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি (ভিডিওসহ)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।