ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে পিসিপি’র কেন্দ্রীয় ২ নেতার রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৩, নভেম্বর ৮, ২০১৬
খাগড়াছড়িতে পিসিপি’র কেন্দ্রীয় ২ নেতার রিমান্ড মঞ্জুর

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র কেন্দ্রীয় দুই নেতার এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

খাগড়াছড়ি: ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র কেন্দ্রীয় দুই নেতার এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে হাজির করা হয়।

এ সময় পুলিশ তিন দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন- পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমা।

এর আগে ২ নভেম্বর খাগড়াছড়ির জেলা সদরের স্বনির্ভর এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে।

খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আরেফিন বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে ১৪ আগস্ট উপজেলা পরিষদ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাদের আদালতে হাজির করলে বিচারক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।