ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হিজলায় ২ ডাকাত গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, নভেম্বর ৪, ২০১৬
হিজলায় ২ ডাকাত গ্রেফতার

বরিশাল: বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা এলাকা থেকে ২ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) ভোর ও বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

আটক ডাকাতরা হলেন-হিজলা উপজেলার নরসিংহপুর এলাকার মামুন চৌকিদার (৪২) ও কাউরিয়া এলাকার মোশারেফ সিকদার (৩২)।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে মাউলতলা গ্রামে শ্রী মিলয় মাস্টারের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসী মোশারেফ সিকদারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তার দেওয়া তথ্যানুযায়ী পুলিশ ডাকাত সর্দার মামুন চৌকিদার ওরফে মামুনকে উপজেলার নরসিংহপুর থেকে আটক করে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম মাসুদুজ্জামান জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ও মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ