ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ১৩০ ভূমিহীনকে পুনর্বাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, নভেম্বর ৩, ২০১৬
চাঁদপুরে ১৩০ ভূমিহীনকে পুনর্বাসন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় সরকারিভাবে ১৩০ ভূমিহীনকে ১২০ একর খাস জমির বন্দোবস্ত দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করেছে উপজেলা ভূমি অফিস।

 

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে ভূমিহীনদের হাতে জমির কবুলিয়ত হস্তান্তর করেন।


 
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা উদয়ন দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।