ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে মাদক বিক্রির দায়ে ৩ নারীর জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, নভেম্বর ২, ২০১৬
সুন্দরগঞ্জে মাদক বিক্রির দায়ে ৩ নারীর জেল-জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক বিক্রির দায়ে তিন নারীকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০২ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুন্দরগঞ্জ পৌর শহরের পাইবাস এলাকার মৃত আহাদ আলীর স্ত্রী কাচভান বেগম (৪৫), একই উপজেলার ফলগাছা গ্রামের নূর আলমের স্ত্রী রুবি বেগম (৩৫) ও সোনারায় গ্রামের আব্দুল লতিফ মিয়ার স্ত্রী মুক্তা বেগম (২৫)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করা হয়।

পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক কাচভানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রুবি ও মুক্তাকে দুই হাজার টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ