ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিজিবির নতুন মহাপরিচালক আবুল হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, নভেম্বর ২, ২০১৬
বিজিবির নতুন মহাপরিচালক আবুল হোসেন

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পদে নিযুক্ত করেছে সরকার।
 
বুধবার (০২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।


 
আদেশে বলা হয়, বিজিবির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
 
একই আদেশে বিজিবির মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল আজিজ আহমদকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ