ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় গ্রেফতারকৃত ৪ জেএমবি সদস্য কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, নভেম্বর ২, ২০১৬
কুষ্টিয়ায় গ্রেফতারকৃত ৪ জেএমবি সদস্য কারাগারে

কুষ্টিয়া: কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক ডা. সানাউর রহমান হত্যা মামলায় গ্রেফতারকৃত চার জেএমবি সদস্যকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, ৩০ অক্টোবর পুলিশ এক সপ্তাহের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ডা. সানাউর রহমান হত্যার ঘটনায় পুলিশ আজিজুল, সাইজুদ্দিন, সাইফুল ও জয়নাল নামে চার জেএমবি সদস্যকে গ্রেফতার করে। পরে এক সপ্তাহের রিমান্ড চেয়ে আপিল করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২০ মে ডা. সানাউর রহমান সদর উপজেলার বটতৈল এলাকায় তার নিজস্ব বাগানবাড়িতে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে যাওয়ার পথে শিশির মাঠ এলাকায় হামলায় ঘটনাস্থলেই খুন হন। এসময় গুরুতর আহত হন তার বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সাইফুজ্জামান।

এদিকে, হত্যা করে পালিয়ে সময় হত্যাকারীদের ফেলে যাওয়া বোমা বিস্ফোরিত হয়ে নাইমুল ইসলাম নামে এক স্কুলছাত্র নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ