ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গা থেকে যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, নভেম্বর ২, ২০১৬
বুড়িগঙ্গা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ, ঢাকা: বুড়িগঙ্গা নদী থেকে ইমরান (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

 

বুধবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাউটাইল এলাকায় বুড়িগঙ্গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গলাইবাড়ী এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি ফতুল্লা গুদারাঘাট এলাকায় থেকে ট্রলারে যাত্রী পারাপার করতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বাংলানিউজকে বলেন, দুইদিন আগে অজ্ঞাত লঞ্চের ধাক্কায় ইমরানের ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ইমরান নিখোঁজ হন। বুধবার সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হচ্ছে বলেও জানান এসআই নুরুল আলম।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ