ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, অক্টোবর ৩০, ২০১৬
টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: টেস্ট ম্যাচ ক্রিকেটে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানে জয়লাভ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ফলে দুই ম্যাচের সিরিজটি ১-১ এ ড্র হয়।

ঐতিহাসিক এ জয়ে ক্রিকেট দলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানান।

এছাড়া অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

বাংলাদেশ সময়: ২০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসএম/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।