ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বালিপাড়া ও কানিহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
গত ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, দু’পক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, কেন্দ্রে গোলাগুলি, বোমা বিস্ফোরণের ঘটনায় তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এগুলো হচ্ছে- ৫নং বালিপাড়া ইউনিয়নের বিয়ারা পাটুলি রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং কানিহারি ইউনিয়নের থাপনহলা কেন্দ্র।
বালিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ বাদল ও বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থগিত দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৮৬৮।
এদিকে, কানিহারী ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত আশরাফ আলী উজ্জল, বিএনপির মনোনীত মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন সাইদুর রহমান রতন।
এ ইউনিয়নের স্থগিত থাপনহলা কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৭৪০ জন।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন বাংলানিউজকে জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনে প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট, ৮ জন পুলিশ, ১৭জন আনসার এবং র্যাব ও বিজিবির মোবাইল টহল টিম মাঠে থাকবে বলে জানান ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমএএএম/এমএ