ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালিয়াকৈরে ট্রেন-ক‍াভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, অক্টোবর ৩০, ২০১৬
কালিয়াকৈরে ট্রেন-ক‍াভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর দোপাচালা এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন ও ক‍াভার্ডভ্যানের সংঘর্ষে ক‍াভার্ডভ্যান চালক আব্দুল কাদেরের (৪৫) মৃত্যু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ক‍াভার্ডভ্যানের হেলপার মাজেদুল ইসলাম (৩২) আহত হয়েছেন। আহত মাজেদুলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বাংলানিউজকে জানান, বিকেলে একটি গার্মেন্টেসের ক‍াভার্ডভ্যান কালিয়াকৈরের দোপাচালা এলাকার রেলক্রসিং পার হচ্ছিল।

এসময় ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ওই ক‍াভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ক‍াভার্ডভ্যান চালক আব্দুল কাদের নিহত এবং হেলপার মাজেদুল ইসলাম আহত হন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরএস/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।