ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রংপুরে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৯, অক্টোবর ৩০, ২০১৬
রংপুরে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে আহত ২০

রংপুর: রংপুরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে মিঠাপুকুর শাপলা কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর-থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ও শাপলা কোল্ডস্টোরেজ থেকে আসা ট্রাক্টরের সাথে সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, রাত সোয়া ১১টার দিকে মিঠাপুকুর শাপলা কোল্ডস্টোরেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ বাধে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করেন।

৫ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।