ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রানীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, অক্টোবর ২৯, ২০১৬
রানীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মো. নাহিদ হাসান, টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, হরিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নুরুল হক, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক প্রমুখ।

উদ্বোধনী খেলায় রংপুর জেলার পীরগঞ্জ জয় স্পেটিং ক্লাব ২-১ গোল দিনাজপুর জেলার নবাবগঞ্জ লাইব্রেরি ক্লাবকে পরাজিত করে।

টুর্নামেন্টে ঠাকুরগাঁও ছাড়াও দিনাজপুর, রংপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলার ১৪টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।