ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাধবপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, অক্টোবর ২৯, ২০১৬
মাধবপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস-অটোরিক‍শা সংঘর্ষে লিল বানু (১১) নামে একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় উপেজলার ঢাকা-সিলেট মহাসড়কের বাসশাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিল বানু উপজেলার বানেশ্বর গ্রামের হান্নান মিয়ার মেয়ে।

আহতরা হলেন- অটোরিকশা যাত্রী খলিল মিয়া (৩০), রুবিনা (৩২), খাদিয়া খাতুন (১০)। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে বাসশাইর এলাকায় কুমিল্লাগামী একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে একটি শিশু নিহত ও তিন অটোরিকশা যাত্রী আহত হন।

এ ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে মহ‍াসড়কে অবরোধ করে রাখে। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ