ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় ডেসটিনির বিনিয়োগকারী-ক্রেতা পরিবেশকদের মানববন্ধন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, অক্টোবর ২৯, ২০১৬
খুলনায় ডেসটিনির বিনিয়োগকারী-ক্রেতা পরিবেশকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মো. হোসাইন ও ব্যাবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীনের নিঃশর্ত মুক্তি এবং ডেসটিনির ব্যাবসায়িক কার্যক্রম চালুর দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ডেসটিনিতে বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা অংশ নেন।

ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম ব্লু  (ডিএসএমএফ ব্লু) এবং দৈনিক ডেসটিনির আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন- ডেসটিনি গ্রুপের সেক্রেটারি মিজানুর রহমান, দৈনিক ডেসটিনি’র চিফ কো-অর্ডিনেটর খাজা খন্দকার, ডিএসএমএফ ব্লু’র কেন্দ্রীয় উপ-প্রধান নির্বাহী মোশাররফ হোসেন, দৈনিক ডেসটিনি’র খুলনা ব্যুরো প্রধান শেখ ইউসুফ আলী, ডেসটিনি খুলনার বিভাগীয় উন্নয়ন কর্মকর্তা জুলফিকার শাহেদ জিতু, মানববন্ধন কর্মসূচির বিভাগীয় আহবায়ক দেওয়ান ওমর ফারুক বাবু, ডিএসএমএফ ব্লু’র খুলনা বিভাগীয় উপ-প্রধান শেখ মোসলেহ উদ্দিন বাবু প্রমুখ।

পরে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে ডেসটিনির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দৈনিক ডেসটিনি’র চীফ কো-অর্ডিনেটর খাজা খন্দকার।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমআরএম/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।